ফাইনালে নতুন সময় ও রিজার্ভ ডে (New Final Timing & Reserve Day)
আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য শিরোপা নির্ধারণী ম্যাচটি সন্ধ্যা ৭টার পরিবর্তে শুরু হবে সন্ধ্যা ৬টায় (6:00 PM)। বিসিবি জানিয়েছে, ফাইনালের দিন দুপুরে কোনো খেলা না থাকায় দর্শকদের সুবিধার্থে ম্যাচটি এগিয়ে আনা হয়েছে। তবে ফাইনালের জন্য পরদিন অর্থাৎ শনিবার (২৪ জানুয়ারি) একটি রিজার্ভ ডে (Reserve Day) বরাদ্দ রাখা হয়েছে।
আরও পড়ুন:
প্লে-অফের রিজার্ভ ডে বাতিল (Cancellation of Play-off Reserve Days)
টুর্নামেন্টের সূচি অত্যন্ত আঁটসাঁট হওয়ায় প্লে-অফের অন্য তিন ম্যাচের অর্থাৎ এলিমিনেটর (Eliminator), প্রথম কোয়ালিফায়ার (Qualifier 1) এবং দ্বিতীয় কোয়ালিফায়ার (Qualifier 2) ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। অর্থাৎ এই ম্যাচগুলো নির্ধারিত দিনেই শেষ করতে হবে।
বিপিএলে কেন বারবার সূচিতে পরিবর্তন? (Reasons for Schedule Changes)
এবারের বিপিএলের শুরু থেকেই নানা চড়াই-উতরাই পাড়ি দিতে হয়েছে।
১. খালেদা জিয়ার মৃত্যু: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দুই দিন খেলা বন্ধ থাকায় চট্টগ্রাম পর্ব বাতিল করে সিলেটে ম্যাচ স্থানান্তর করা হয়।
২. বিসিবি কোন্দল: বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে ক্রিকেটারদের ধর্মঘট ও বয়কটের কারণে টুর্নামেন্ট একদিন স্থগিত ছিল।
আরও পড়ুন:
বিপিএল ২০২৬: প্লে-অফ ও ফাইনাল সূচি (BPL 2026 Play-off & Final Schedule)
লিগ পর্বের লড়াই শেষে বিপিএল ২০২৬-এর শীর্ষ ৪ দল— রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স এখন শিরোপা জয়ের দৌড়ে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্লে-অফের চূড়ান্ত সূচি নিচে দেওয়া হলো:
তারিখ (Date) ম্যাচ (Match) দল (Teams) সময় (Time) ২০ জানুয়ারি এলিমিনেটর রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্স দুপুর ১:০০ টা ২০ জানুয়ারি ১ম কোয়ালিফায়ার রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস সন্ধ্যা ৬:০০ টা ২১ জানুয়ারি ২য় কোয়ালিফায়ার ১ম কোয়ালিফায়ার হারু দল বনাম এলিমিনেটর জয়ী সন্ধ্যা ৬:০০ টা ২৩ জানুয়ারি ফাইনাল (Final) ১ম ও ২য় কোয়ালিফায়ার জয়ী সন্ধ্যা ৬:০০ টা
আরও পড়ুন:




