‘গেম অ্যাওয়ারনেসের’ উন্নতিতে বিশেষ ক্যাম্প; বিশ্রাম পাচ্ছেন না ক্রিকেটাররা

ক্রিকেটারদের বিশেষ ক্যাম্প; কোচ সালাউদ্দিন
ক্রিকেটারদের বিশেষ ক্যাম্প; কোচ সালাউদ্দিন | ছবি: এখন টিভি
0

জাতীয় দলের খেলা নেই। বিপিএলের আগে ক্রিকেটারদের হাতে অবসর সময়। তবে বিশ্রামের সুযোগ মিলছে না সেই অর্থে। সাদা বলের ক্রিকেটারদের নিয়ে বিশেষ ক্যাম্পে হাজির কোচরা। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভাষ্য, গেম অ্যাওয়ারনেসে উন্নতির জন্যই এ বিশেষ ক্যাম্প।

একের পর এক শট খেলা হচ্ছে অফ সাইডে। সাদা বলের ক্রিকেটে দেশি ক্রিকেটারদের লেগ সাইড প্রীতি আর অফ-সাইডের দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা চলেছে পুরোটা সময় জুড়ে। নিকট ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজ কিংবা আন্তর্জাতিক টুর্নামেন্টের ব্যস্ততা না থাকলেও মিরপুরের তপ্ত রোদে লম্বা সময় ধরে ব্যাটিং করেছেন ইমন-তামিম-সাইফরা।

অনুশীলনে এবার কোচের ভূমিকাতেও দেখা গেল তিনজনকে। হেড কোচ ফিল সিমন্স বেশ কয়েকবার শ্যাডো করিয়েছেন, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকেও দেখা গেল বেশ সিরিয়াস মেজাজে। চিরায়ত ব্যাটিং অনুশীলনে কিছুটা নতুনত্ব কেন? ব্যাখ্যাটা দিয়েছেন কোচ সালাউদ্দিন নিজেই।

কোচ সালাউদ্দিন বলেন, ‘অনেক সময় আমরা ভালো শট খেললেও সেগুলো হাতে চলে যায়। কীভাবে ব্যাটিং করতে হয়, কীভাবে বলের গতিকে ব্যবহার করতে হয় এবং ব্যাটাররা যদি নিজেদের আরেকটু ডেভেলপ করতে পারে, কম রিস্ক নিয়ে কীভাবে আরও বাউন্ডারি আদায় করা যায় এবং কীভাবে সিঙ্গেলসে ডেভেলপ করা যায়, সেগুলো নিয়ে কাজ করবো। কারণ যে কয়টা দিন সময় পেয়েছি, হয়তো যতটুকু পারা যায়, তারা যদি নিজেদের স্কিলের কিছুটা ডেভেলপ করে সেটা যদি তারা বিপিএলে অ্যাপ্লাই করতে পারে, সেটা আমাদের জন্য সন্তুষ্টির হবে এবং হয়তো বিশ্বকাপেও আমাদের কাজে লাগবে।’

আরও পড়ুন:

জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে এই অনুশীলনে এসে খেলোয়াড়দের মানসিকতার উন্নতির কথাও বললেন কোচ সালাউদ্দিন।

সালাউদ্দিন বলেন, ‘একটা খেলোয়াড় আরেকটা খেলোয়াড়কে সামনে এগিয়ে দেয়ার জন্য চেষ্টা করছে, এটাই আসলে একটা ভালো টিমের লক্ষণ। সেই সংস্কৃতিটা আমরা তৈরি করার চেষ্টা করছি। এটা যত বিল্ড হবে, একটা ছেলে আরেকটা ছেলেকে শেখানোর জন্য চেষ্টা করবে এবং নিজেদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করবে, তখন দলটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। এভাবেই আমাদের সব কাজ করানো হচ্ছে।’

সামনের বিপিএলই বিশ্বকাপের আগে ব্যাটে-বলে ক্রিকেটারদের নিজেদের যাচাই করার শেষ সুযোগ। জাতীয় দলের কোচিংয়ে থাকা সালাউদ্দিন বিপিএলে দিচ্ছেন বাড়তি গুরুত্ব।

এ কোচ বলেন, ‘প্রতিযোগিতামূলক এ পরিবেশে একটা টুর্নামেন্ট খেলবে, ভালো বোলাররা আসবে, ব্যাটাররা তাদের কাছ থেকে অনেককিছুই শিখতে পারবে। আমি বলবো, এটা অবশ্যই একটা ভালো প্র্যাক্টিস হবে বিশ্বকাপের আগে, যেহেতু ফরম্যাটটা একই।’

৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ বিশেষ ক্যাম্প চলবে আরও বেশ কিছুটা দিন। কোচ সালাউদ্দিনের প্রত্যাশা, এবারের অনুশীলনের প্রতিফলন দেখা যাবে বিপিএল আর বিশ্বকাপে। দল বাংলাদেশ অবশ্য সেটা কতটা কাজে লাগাতে সক্ষম, তা কেবল বোঝা যাবে মাঠের ক্রিকেটে।

এসএইচ