বিসিএল আয়োজনের পরিকল্পনা বিসিবির

বিসিবি লোগো
বিসিবি লোগো | ছবি: সংগৃহীত
0

ডিসেম্বরের মাঝামাঝি ভারতের সাথে সাদা বলের সিরিজ স্থগিত হওয়ায় ফাঁকা সময়ে বিসিএল খেলার পরিকল্পনা করছে বিসিবি। ৪ দল নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হবে এবারের বিসিএল।

সরকারী অনুমোদন না পাওয়ায় বাতিল হয় বাংলাদেশ-ভারত নারী দলের ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। আগামী বছর ফেব্রুয়ারিতে হতে পারে বাতিল হওয়া এ সিরিজ। এবার সেই সময়ে বিসিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।

আরও পড়ুন:

আগামী ১৫ তারিখ রাজশাহীতে শুরু হবে নারী বিসিএল। ফাইনাল হবে ২৫ ডিসেম্বর। মূলত আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার থাকায় ফরম্যাট বদলে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হবে এবারের বিসিএল। ৪ দল নিয়ে হবে এবারের আসর।

ইএ