সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান কিংবা মোহাম্মদ নাওয়াজ— পাকিস্তান ক্রিকেটের বড় নামগুলোই এবারের বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বড় আকর্ষণ।
বিপিএলে মানসম্মত বিদেশির আকাল চলছে বেশ কিছু বছর ধরেই। তবু বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের নিভু নিভু আলোটা জ্বালিয়ে রেখেছেন পাকিস্তানের ক্রিকেটাররাই।
তবে এবার সেখান থেকেও আসলো বড় রকমের ধাক্কা। বিপিএলের দ্বাদশ আসরে পাকিস্তানি ক্রিকেটারদের ছাড়পত্র না পাওয়ার আলাপ চলছে জোরেশোরেই।
এখন টিভিকে বিপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি সূত্র জানায়, পাকিস্তানি ক্রিকেটারদের ছাড়পত্র পাওয়া নিয়ে অনিশ্চয়তা চলছে। যে কারণে দল সাজানো নিয়েও বেগ পেতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
আরও পড়ুন:
এরপরই পাকিস্তানি এক বিশ্বস্ত সূত্র জানায়, জাতীয় দলের সঙ্গে যুক্ত ক্রিকেটারদের এনওসি দেয়া হচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে। যার অর্থ হলো বিপিএলে দেখা যাবে না সাইম, উসমান, সাহিবজাদা ফারহান কিংবা মোহাম্মদ নাওয়াজদের।
মূলত এশিয়া কাপে ব্যর্থতার পর বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা নিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা জারি করে পিসিবি। যদিও বিগ ব্যাশে বিশেষ অনুমতি মিলেছিল বাবর-রিজওয়ানদের। তবে বিপিএলেও সেই নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে পিসিবি।
তাছাড়া বিপিএলের মাঝপথেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান, এর পরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। জাতীয় দলে ক্রিকেটারদের মনোযোগ ধরে রাখতে এবং বিশ্বকাপের আগে ইনজুরি ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে পিসিবি।
তবে পাকিস্তান থেকে এমন গুঞ্জন যখন জোর হাওয়া পাচ্ছে, তখন বিপিএলের গর্ভনিং কাউন্সিং অনেকটাই নীরব। এ নিয়ে জানতে যোগাযোগ করেও পাওয়া যায়নি বিপিএল কর্তাদের কাউকে।




