টেস্টে সর্বোচ্চ উইকেটের রেকর্ডে সাকিবের পাশে তাইজুল

তাইজুল ইসলাম
তাইজুল ইসলাম | ছবি: সংগৃহীত
0

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিনে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারীর তালিকায় সাকিবের পাশে নাম লেখালেন তাইজুল ইসলাম। পরের ইনিংসে একটি উইকেট নিয়ে রেকর্ডটি এককভাবে নিজের করে নেয়ার সুযোগ থাকছে তার সামনে। ৫৭ ম্যাচে তার উইকেট সংখ্যা দাঁড়ালো ২৪৬।

বাংলাদেশের হয়ে শেষ ১০ ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন তাইজুল। এ দিন প্রথম সেশনের শেষ দিকে দুটি উইকেট নেন তিনি। তারপর ম্যাথু হামফ্রেসকে খালেদ আহমেদের ক্যাচ বানিয়ে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে গুটিয়ে দেন এ বাঁহাতি স্পিনার।

৩৫ দশমিক ৩ ওভারে ৬ মেডেনে ৭৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। এতে সাকিবের রেকর্ডে ভাগ বসালেন তিনি। আগের দিন হ্যারি টেক্টরকে ফেরান তাইজুল।

আরও পড়ুন:

নতুন দিনে প্রতিরোধ গড়েছিলেন টাকার ও স্টিফেন ডোহেনি। তবে ৮১ রানের জুটি ভাঙ্গেন তাইজুল, ৪৬ রানে বোল্ড হন ডোহেনি। এরপর এক বল বিরতি দিয়ে অ্যান্ডি ম্যাকব্রাইনকে খালি হাতে ফেরান তাইজুল, বোল্ড করেন তাকেও।

১১ বছরের ক্যারিয়ারে তার গড় ৩১ ও ইকোনমি ৩ দশমিক ০৫। তিনি এক ইনিংসে কমপক্ষে ৫ উইকেট নিয়েছেন ১৭ বার, ১০ উইকেট দুইবার। ক্যারিয়ার সেরা বোলিং ৩৯ রানে ৮ উইকেট।

এসএইচ