দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩ রানে হারালো নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ক্রিকেট দলের একাংশ
নিউজিল্যান্ড ক্রিকেট দলের একাংশ | ছবি: সংগৃহীত
0

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। অকল্যান্ডে স্বাগতিকদের ২০৭ রানের জবাবে ২০৪ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। এ জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে কিউইরা।

রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের টপ ও মিডল অর্ডার ছিল ব্যর্থ। শেষ ৭ ওভারে জয়ের জন্য ক্যারিবীয়দের প্রয়োজন ছিল ১১৫ রান। প্রায় হারতে যাওয়া ম্যাচে উইন্ডিজকে লড়াইয়ে ফেরান রোভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড। পাওয়েল ১৬ বলে ৪৫ ও শেফার্ড সমান বলে ৩৪ রান করেন।

আরও পড়ুন:

শেষদিকে ১৩ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি ম্যাথু ফোর্ড। ২০৪ রানে থামে উইন্ডিজের ইনিংস। এর আগে মার্ক চাপম্যানের ২৮ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ২০ ওভারে ২০৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। আগামী (রোববার, ৯ নভেম্বর) নেলসনে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।

এফএস