উয়েফা চ্যাম্পিয়নস লিগ: শুরুতেই ধাক্কা খেলো বার্সেলোনা ও চেলসি

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
উয়েফা চ্যাম্পিয়নস লিগ | ছবি: সংগৃহীত
0

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা ও চেলসি। সহজ প্রতিপক্ষের সঙ্গে ড্র করেছে দুই জায়ান্ট দল। তবে জয় পেয়েছে লেভারকুসেন, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটির মতো দলগুলো।

ইউরোপিয়ান ফুটবলে শক্তিমত্তার দিক থেকে বেলজিয়ামের ক্লাব ব্রুগা নিচের দিকেই থাকবে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তাই পরিষ্কার ফেভারিট ছিল বার্সেলোনাই। তবে সমীকরণ উল্টে দিয়ে নিকোলো ত্রেসোলদির গোলে ঘরের মাঠে ছয় মিনিটেই এগিয়ে যায় ব্রুগা। ইউসিএলে ঠিক আগের ম্যাচে অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে উড়িয়ে দেয়া বার্সা মিনিট দুয়েক পর ফেরান তরেসের গোলে সমতায় ফেরে।

ইউসিএলে নিজেদের আগের ম্যাচে বায়ার্নের কাছে ৪-০ ব্যবধানে হারা ব্রুগা ১৭ মিনিটে কার্লোসের লক্ষ্যভেদে এগিয়ে থেকেই বিরতিতে যায়। নিজেদের চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে প্রথমবার ম্যাচের শুরুর ১৭ মিনিটের মাঝে ২ গোল হজম করে বার্সা।

আরও পড়ুন:

ম্যাচের আগে ক্লাব ব্রুগার সভাপতি বার্ট বারহেগ বলেছিলেন, ‘বার্সেলোনার বাজেট বছরে ১০০ কোটি ইউরোর কাছাকাছি। অন্যদিকে আমাদের বাজেট ১৫ কোটি। দলটির একটি খেলোয়াড়ের বাজারমূল্য আমাদের পুরো দলের সমান। আমাদের হারা স্বাভাবিক। তবুও মনে রাখবেন এটা ফুটবল।’

আর ম্যাচে যেন সেই কথাই প্রমাণ করতে বদ্ধপরিকর ছিল ব্রুগা।

বিরতির পরপর লামিনে ইয়ামালের গোলে দ্বিতীয়বার সমতায় ফেরে বার্সেলোনা। কিন্তু ঠিক ২ মিনিট পর নিজের দ্বিতীয় গোলে স্বাগতিকদের তৃতীয়বারের মতো লিড এনে দেন কার্লোস। ৭৭ মিনিটে ক্রিস্তোসের আত্মঘাতী গোলে কোনোরকমে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হ্যানসি ফ্লিকের দল।

এদিন, ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। প্রতিপক্ষের মাঠে ১৬ মিনিটে এস্তেভাওয়ের গোলে এগিয়ে হয়েছিল ব্লুজরা। তবে ২৯ মিনিটে লিয়ান্দ্রো ও ৩৯ মিনিটে মার্কো জাঙ্কোভিচের গোলে এগিয়ে যায় কারাবাগ। গার্নাচোর গোলে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

রাতের আরেক ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেন করেছেন জোড়া গোল। এছাড়া রায়ান চেরকি ও আর্লিং হালান্ডের পা থেকে আসে একটি করে গোল। লউতারো মার্টিনেজ ও কার্লোস অগাস্তোর গোলে কাইরাত আলমাতিকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান।

ইএ