সম্মান বাঁচাতে পারলো বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। ৩-০ তে সিরিজ খুইয়ে হোয়াইটওয়াশের লজ্জা বরণ করতে হয়েছে লিটন দাসের দলকে।
দ্বিতীয় ইনিংসে ১৫২ রানের লক্ষ্যে ব্যাটে নামে ক্যারিবিয়ান ক্রিকেট দল। আধুনিক দিনের টি-টোয়েন্টিতে যা বড় লক্ষ্য নয়। শুরুতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও সেই চাপ সামাল দিতে পেরেছেন ড্যারেন সামির শিষ্যরা।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। দলে ফিরে পারভেজ ইমন পারেননি নিজেকে প্রমাণ করতে, আউট হন ১০ বলে ৯ রান করে। লিটনও সাঝঘরে ফেরেন মাত্র ৬ রান তুলে। ৪৪ রানে ২ উইকেট হারিয়ে খানিকটা চাপেই পড়ে বাংলাদেশ।
আরও পড়ুন:
তবে একপাশ আগলে রেখে এই চাপ কিছুটা হলেও সামাল দেন ওপেনার তানজিদ তামিম। আউট হওয়ার আগে ৬২ বলে খেলেন টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৮৯ রানের ইনিংস। সাথে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম ১ হাজার রান করার মালিকও হয়ে যান তামিম। এই মাইলফলকটি করতে তার খেলতে হয়েছে ৪২ ইনিংস। এর আগে টাইগার ব্যাটারদের মধ্যে ৪৫ ইনিংসে দ্রুততম হাজার রানের রেকর্ডটি ছিল তাওহীদ হৃদয়ের।
সম্মান বাঁচানোর ম্যাচটিতে সাইফ-তানজিদ বাদে অন্য ব্যাটাররা দর্শকদের করেছে হতাশ। যেন উন্নতি নয় এই ম্যাচেও অবনতির টালি খাতা নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। এই দুজন বাদে কেউই পারেননি দুই অংকের ঘরে পৌঁছেতে। ২ উইকেট হারিয়ে ১০০ রান করা বাংলাদেশের ইনিংস থামে ১৫১ রানে।





