এ টুর্নামেন্টটি আগে মাঠে গড়িয়েছে ‘এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপ’ হিসেবে। তবে এবার নাম পরির্বতন হয়ে আসরটি গড়াচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে।
আরও পড়ুন:
আয়োজকরা শুক্রবার দুই গ্রুপের নাম ও সূচি প্রকাশ করেছে। গ্রুপ ‘এ’ তে খেলবে বাংলাদেশ, আফগানিস্তান. হংকং ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’-তে খেলবে পাকিস্তান, ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন মাঠে গড়াবে দুটি করে ম্যাচ। ২১ নভেম্বর হবে সেমিফাইনাল আর ২৩ নভেম্বর ফাইনাল। ভারত ও পাকিস্তানের সবচেয়ে আলোচিত ম্যাচটি হবে ১৬ নভেম্বর।





