১৯ মাস পর বড় ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ | ছবি: এএফপি
1

দীর্ঘ ১৯ মাস পর ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ১৭৯ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।

শুরুতে টাইগার ওপেনারদের তাণ্ডবে দুর্দান্ত সূচনা, সম্ভাবনা ছিল ৩৫০ রানেরও বেশি করার। কিন্তু প্রথমে সাইফ হাসান এবং এরপর সোম্য সরকারের বিদায়ের পর গতি হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রানেই থামে স্বাগতিকদের ইনিংস।

আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটে করতে নেমেছিল বাংলাদেশ। প্রথম ২৫ ওভারেই বিনা উইকেটে ১৭৬ রান তোলেন সৌম্য সরকার ও সাইফ হাসান। দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি গড়ে ১৭৬ রান যোগ করেন এ দুই ওপেনার।

তবে আশা জাগানো শুরুটা বড় রূপ পায়নি। পরের ২৫ ওভারে পড়ে যায় আট উইকেট, যোগ হয় মাত্র ১২০ রান। ফলে তিনশ’ রানের স্বপ্নে ছেদ পড়ে।

আরও পড়ুন:

সৌম্য সরকার ৭ চার ও ৪ ছক্কায় ৯১ রান করে আউট হন, আর সাইফ হাসান ৬ চার ও ৬ ছক্কায় ৮০ রান করেন। তাদের বিদায়ের পর কেউই ইনিংস বড় করতে পারেননি। নাজমুল হোসেন শান্ত দুইবার জীবন পেয়েও ৫৫ বলে ৪৪, হৃদয় করেন ৪৪ বলে ২৮ রান।

শেষ দিকে নুরুল হাসান সোহান (৮ বলে ১৬*) ও মেহেদী হাসান মিরাজ (১৭ বলে ১৭) মিলে অষ্টম উইকেটে ২৪ বলে ৩৫ রান যোগ করেন।

এরপর ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। দলটির পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আকিল হোসেন।

বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। আর দুটি করে উইকেট নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম।

বোলারদের দাপটে ১১৭ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। ফলে ১৭৯ রানের বড় জয় পায় বাংলাদেশ। এতে বাংলাদেশ দীর্ঘ ১৯ মাস পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেলো।

এসএস