সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ শুরু হতে বেশি সময় বাকি নেই। তবে পাকিস্তান এ ম্যাচটি খেলবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
ভারত-পাকিস্তান ম্যাচে ‘হ্যান্ডশেক ইস্যু’ নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। পিসিবির অভিযোগ, টসের পর ‘রাজনীতি’ করে দুই দলের অধিনায়ককে হাত মেলাতে নিষেধ করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটাররা হাত মেলাতে গেলে উল্টো ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেন সুর্যকুমার যাদবরা। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে পাকিস্তান।
ভারতীয়দের এমন আচরণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় ম্যাচ রেফারির দায়িত্বে থাকা অ্যান্ডি পাইক্রফটকে চলমান আসর থেকে অপসারণের দাবি জানায় পিসিবি। তবে তাদের এমন দাবি অগ্রাহ্য করে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আইসিসির এমন আচরণে বেজায় চটেছে পাকিস্তান ক্রিকেট দল। হুমকি দিয়েছে, আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বর্জন করবে তারা। এমনকি ম্যাচপূর্ব প্রেস কনফারেন্সেও যোগ দেননি পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা।
আরও পড়ুন:
এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আরব আমিরাত ক্রিকেট বোর্ড অবশ্য সমঝোতা করার চেষ্টা করছে পাকিস্তানের সঙ্গে।
দলটিকে জানানো হয়েছে তাদের ম্যাচে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্বে থাকবেন না পাইক্রফ্ট। তার পরিবর্তে পাকিস্তানের ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া হতে পারে রিচি রিচার্ডসনকে। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি।
এসবের মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের একটি গণমাধ্যমের দাবি, এশিয়া কাপ জিতলেও, এসিসি সভাপতি মহসিন নকভীর হাত থেকে সেটি নিতে চান না তিনি।
এটিকে স্পোর্টসম্যানশিপের চরম অভাব বলে অভিহিত করেছেন এসিসি সভাপতি ও পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভী।
এশিয়া কাপ বয়কট না করলে সুপার ফোর নিশ্চিত করতে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি জয় পাওয়া পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। আর পরের রাউন্ডে গেলে ২১ সেপ্টেম্বর আবারও মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।





