ম্যাচ রেফারি ইস্যুতে উত্তেজনা, পাকিস্তানের সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব
কয়েক ঘণ্টা পর পাকিস্তান-আরব আমিরাত ম্যাচ শুরুর কথা থাকলেও অনিশ্চিত এশিয়া কাপের ‘এ’ গ্রুপের এই ম্যাচটির ভবিষ্যৎ। ম্যাচ রেফারি ইস্যুতে পছন্দসই সমাধান না পাওয়ায়, প্রেস কনফারেন্স বয়কট করে পাকিস্তান। এর আগে তারা হুমকি দেয় এশিয়া কাপ বর্জনেরও। এ নিয়ে পাকিস্তানের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে এসিসি ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ক্রিকেট বোর্ড। গুঞ্জন আছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে আসর থেকে অপসারণ না করলেও, পাকিস্তানের ম্যাচ থেকে অব্যাহতি দেয়া হবে। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।