এ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান করে হংকং।
হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন নিজাকাত খান। তাছাড়া শুরুতে দুই ওপেনার জিশান আলি ও আনশুমান রাঠ করেন যথাক্রমে ২৩ ও ৪৮ রান।
১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলতে থাকে ওপেনার নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস। মেন্ডিস ১১ রান করে সাজঘরে ফিরলেও অর্ধশতক তুলে নেন নিশাঙ্কা, খেলেন ব্যক্তিগত ৬৮ রানের ইনিংস।
আরও পড়ুন:
এছাড়া কুশাল পেরেরা ও হাসারাঙ্গা উভয়ই করেন ২০ রান করে। এতেই ১ ওভার ১ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা।
অপর ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭২ রানের বড় সংগ্রহ পায় সংযুক্ত আরব আমিরাত। দলের হয়ে আলিসান সারাফুর ৫১ ও অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের অপরাজিত ৬৯ রান ছিল সবোর্চ্চ।
১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৪ বলে সবগুলো উইকেট হারিয়ে ১৩০ রান করে ওমান। এতে আরব আমিরাত জয় পায় ৪২ রানের।





