ম্যাচ বাই ম্যাচ জিতে সামনে এগোতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। যদিও পাকিস্তানের কন্ডিশন বোলারদের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি।
নাহিদা বলেন, 'আলহামদুলিল্লাহ আমরা এখানে আসার পর দুইটা প্র্যাক্টিস ম্যাচ খেলেছি। আমাদের ব্যাটাররা খুবই ভালো করেছে। সাথে বোলাররাও খুব ভালো করেছে। বাছাইপর্বের প্রথম ম্যাচে আশা করছি আমরা খুব ভালো একটা স্টার্ট দিবো। প্রথম ম্যাচ থেকেই আমাদের ফোকাস থাকবে যেন ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করতে পারি। এখানকার উইকেটটা বোলারদের জন্য খুবই চ্যালেঞ্জিং। আমি মনে করি এই চ্যালেঞ্জ নেয়া উচিত। এটা বোলারদের জন্য খুবই ভালো হবে।'