দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস উদ্বোধনী জুটিতে তোলেন ৬৭ রান। যদিও এই রানের পরপর দুই উইকেট হারায় বাংলাদেশ। ২৮ বলে ৩৯ রান করেন দিলারা আর ২২ রানে আউট হন জুয়াইরিয়া।
এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৩৫ বলে ৫৬ ও মোস্তারির ২৩ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংসের কল্যাণে ১৯১ রানের পুঁজি পায় টাইগ্রেসরা।
আরও পড়ুন:
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই খেই হারায় স্কটল্যান্ড। মারুফার আঘাতে একে একে সাজঘরে ফেরেন ওপেনার ডার্সি,অধিনায়ক ব্রাইস ও এলিসা লিস্টার।
প্রিয়ানাজ ও এবেলকে আউট করেন স্বর্না। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন পিপ্পা স্প্রউল। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ১০১ রানে থামে স্কটিশরা। ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচসেরা হন নিগার সুলতানা জ্যোতি।





