সোমবার থেকে শুরু হয়েছে ঢাকাই ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ। তারই প্রস্তুতি ছিল বিসিবিতে। মাঠের ব্যানার তৈরিতে ব্যস্ত ছিল মাঠ কর্মীরা।
অন্যদিকে ক্রিকেটাররা ঘাম ঝিয়েছেন নিজেদের সেরা প্রস্তুতি নিতে। খাতা কলমে এবারের ডিপিএলে সেরা দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলে আছেন জাতীয় দলের বেশ কয়েকজন তারকা। তাই আসর শুরুর আগে চ্যাম্পিয়ন ছাড়া অন্যকিছু ভাবনায় নেই তাদের, বললেন দলটির অধিনায়ক তামিম ইকবাল।
তিনি বলেন, 'মোহামেডানের যে লক্ষ্য, চ্যাম্পিয়ন হওয়া। অনেক বছর চ্যাম্পিয়ন হয়নি, ওইদিকেই আমরা আগে যাবো আরকি। আর লক্ষ্যটা পূরণ করতে পারলে এটা আমাদের নিজেদের জন্যও ভালো লাগবে আবার এই ক্লাব এটা জেতা ডিজার্ভ করে।'
সাদা কালোরা যখন মাঠে নামবে সেরা দল নিয়ে। তখনও পিছিয়ে নেই গেল আসরের চ্যাম্পিয়ন আবাহনী। বাজেট সংকটে সেরা দল গড়তে না পারলেও লক্ষ্যটা একই। স্কোয়াডে আছে নাজমুল শান্ত, মোসাদ্দেক, মিঠুনসহ জাতীয় দলের বর্তমান সাবেক অনেকেই।
আবাহনীর ক্রিকেটার রকিবুল হাসান বলেন, 'আমরা প্র্যাকটিস করছি, যে যার মতো আলাদা আলাদা প্রিপারেশন নেয়ার চেষ্টা করছি। আমার মনে হয় কাল থেকেই সবাই নিজের সেরাটা দিতে চেষ্টা করবে।'
সোমবার থেকে মিরপুর আর বিকেএসপির দুই মাঠে শুরু হয়েছে এবারের ডিপিএলের আসর। যার পর্দা উঠেছে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী আর প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে আসা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ দিয়ে।