পন্টিং-শচীনকে পেছনে ফেলে স্টিভেন স্মিথের বিশ্বরেকর্ড

ক্রিকেট
এখন মাঠে
0

গল টেস্টে পন্টিং, টেন্ডুলকারদের ছাড়িয়ে গেলেন স্টিভেন স্মিথ। মাত্র ২০৬ ইনিংস খেলেই টেস্টে করলেন ৩৬টি টেস্ট সেঞ্চুরি। পার্টনারশিপেও গড়েছেন বিশ্বরেকর্ড।

একজন জাত অস্ট্রেলিয়ান। রিকি পন্টিং মাইকেল ক্লার্কদের পর অস্ট্রেলিয়ার ক্রিকেটের অন্যতম পোস্টার বয় স্টিভেন স্মিথ। ক্যারিয়ারে পেরিয়ে এসেছেন বহু চড়াই উতরাই।

মাঝে ফর্মহীনতায় কিছুটা এলোমেলো হলেও সব সমালোচনার জবাব দিয়েছেন ব্যাটে। ক্যারিয়ারের গোধূলি লগ্নে সবাইকে মনে করিয়ে দিলেন ক্রিকেটের চিরায়িত প্রবাদ বাক্য-‘ফর্ম ইজ টেম্পোরারি বাট দ্য ক্লাস ইজ পার্মানেন্ট।’

ব্রিসবেনে ১০১ রানের ইনিংস দিয়ে শুরু এরপর মেলবোর্নে হাঁকিয়েছেন ১৪০। দেশের বাইরেও রানের বন্যা অব্যাহত স্মিথের। গলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই পেয়েছেন সেঞ্চুরি।

গল টেস্টে রেকর্ড বুকে শুধুই স্মিথের নাম। সবচেয়ে কম ২০০ ইনিংসে ৩৬ টেস্ট সেঞ্চুরির রেকর্ড কেবল পন্টিংয়ের। স্মিথ ক্যারিয়ারের ৩৬তম সেঞ্চুরি করতে খেলেছেন ২০৬ টেস্ট ইনিংস। কুমার সাঙ্গাকারাকে খেলতে হয়েছিল ২১০ ইনিংস। আর শচীন টেন্ডুলকার ৩৬ টেস্ট সেঞ্চুরি পেতে খেলেছিলেন ২১৮ ইনিংস।

দ্বিতীয় টেস্টে স্মিথ ও ক্যারি মিলে অস্ট্রেলিয়ার হয়ে চতুর্থ উইকেটে ২৫৯ রানের বিশ্বরেকর্ড জুটি গড়েন। শ্রীলঙ্কার মাটিতে স্মিথ ও ক্যারির জুটি যেকোনো বিদেশি দলের হয়ে সর্বাধিক। এর আগের সর্বোচ্চ ছিল ২০১১ সালে মাইকেল হাসি ও শন মার্শের ২৫৮ রানের জুটি।

গল টেস্টেই বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ১১ জন সতীর্থের সঙ্গে ২০০ বা তার বেশি রানের জুটি গড়ার অনন্য কীর্তি গড়লেন স্মিথ। এর আগে রিকি পন্টিং ১০ জন সতীর্থের সঙ্গে ২০০ বা তার বেশি রানের জুটি গড়েছিলেন।

ব্যাটিংয়ের পাশাপাশি স্মিথ ফিল্ডিংয়েও অনন্য। উইকেটকিপার ছাড়া প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০ ক্যাচ নিয়ে ছাড়িয়ে গেছেন আগের সর্বোচ্চ পন্টিংয়ের ১৯৬ ক্যাচের রেকর্ড।

ইএ