গল টেস্টে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে ১ম বলেই স্পর্শ করেন কাঙ্ক্ষিত মাইল ফলক । সাদা পোষাকে ৯ হাজার নয়শো ৯৯ রানে আটকে ছিলেন প্রায় ৪ সপ্তাহ। সবশেষ সিডনি টেস্টে মাইলফলক ছুঁতে দরকার ছিল ৩৮ রান। তবে বর্ডার-গাভাস্কার সিরিজে সিডনি টেস্টে ২ ইনিংস মিলে করেন ৩৭ রান। দুর্ভাগ্যজনকভাবে রেকর্ড থেকে ১ রান দূরে থাকতেই থামতে হয় তাকে।
দেশের মাটিতে ১০ হাজার রানের উদযাপন না হলেও গলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের ১ম টেস্টেই এই কীর্তি গড়েন অজি তারকা স্মিথ। মাইলফলক পূর্ণ হতেই দর্শকদের করতালির অভিবাদনে সিক্ত হন তিনি। ব্যাট উঁচিয়ে ভক্তদের কৃ্তজ্ঞতা প্রকাশ করেন স্মিথ।
অধিনায়ক হিসেবেই ১০ হাজার রানের মাইলফলক উদ্যাপন করতে পারলেন স্মিথ। ১০ হাজারি ক্লাবে অস্ট্রেলিয়ার প্রথম তিনজন অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ ও রিকি পন্টিং। ৩ জনই ১০ হাজার ছোঁয়ার ম্যাচে ছিলেন দলের অধিনায়ক।
টেস্টে ২০০ ম্যাচে ৫৩ দশমিক ৭৮ গড়ে ১৫ হাজার ৯২১ রান করে সবার উপরে গ্রেট শচীন টেন্ডুলকার। ১৬৮ ম্যাচে ৫১ দশমিক ৮৫ গড়ে ১৩ হাজার ৩৭৮ রান করে তালিকার দুইয়ে রিকি পন্টিং। ১৬৬ ম্যাচে ৫৫ দশমিক ৩৭ গড়ে ১৩ হাজার ২৮৯ রান করে তালিকার ৩ এ জ্যাক ক্যালিস। ৫২ দশমিক ৩১ গড়ে ১৬৪ ম্যাচে ১৩ হাজার ২৮৮ রান করে চারে কুল রাহুল দ্রাবিড়। ১৫২ ম্যাচে ৫০ দশমিক ৮৭ গড়ে ১২ হাজার ৯৭২ রান করে তালিকার পাঁচে জো রূট। এই তালিকায় আর ও আছেন অ্যালিস্টার কুক, সাঙ্গাকারা, লারা,চন্দ্রপল, জয়াবর্ধনে, অ্যালান বর্ডার, স্টিভ ওয়াহ ,গাভাস্কার ও ইউনিস খানরা।
বর্তমানে খেলা ক্রিকেটারদের মাঝে এই তালিকায় আছেন ফ্যাব ফোরের দুই কীর্তিমান জো রুট ও স্টিভ স্মিথ। ৩৫ বছর বয়সী এই অজি তারকা ৫৫ গড়ে করেছেন ১০ হাজারের বেশি রান। ইতিহাসে ৫ম দ্রুততম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।