চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেলেন কামিন্স-হ্যাজেলউড

ক্রিকেট
এখন মাঠে
0

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ও জস হ্যাজেলউড। এছাড়াও আচমকা অবসরের ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ পিতৃত্বকালীন ছুটিতে খেলছেন না কামিন্স। তবে এর সাথে তিনি বয়ে বেড়াচ্ছেন বর্ডার-গাভস্কার ট্রফিতে পাওয়া গোড়ালির চোট। আর শঙ্কা সত্যি করে ইনজুরির কারণে দল থেকে বাদ পরলেন তিনি।

অন্যদিকে সাইড স্ট্রেইনে বাদ পড়েছেন আরেক পেসার হ্যাজেলউড। যদিও এই দু'জনকে নিয়ে শুরু থেকেই শঙ্কা ছিল। একই দিন অবসরের ঘোষণা দিয়েছেন স্টয়নিস।

মূলত টি-টোয়েন্টি ফরম্যাটে মনোযোগ দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই অলরাউন্ডার। মিচেল মার্শের সাথে বাকি তিন ক্রিকেটারেরও পরিবর্তে নতুন খেলোয়াড়কে যোগ করতে হবে অজিদের।

সিনিয়র ক্রিকেটারদের বিদায়ে অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে আছেন স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড।

এসএস