দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে, মেগা আসরে অংশ নিতে যাওয়া দলগুলো নিয়ে চলছে বিশ্লেষণ। সেমিফাইনাল কিংবা ফাইনালে কারা খেলবে, তা নিয়ে বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার মতামত দিয়েছেন। সেই তালিকায় আছেন অজি গ্রেট রিকি পন্টিংও।
আইসিসি রিভিউ নামক একটি অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে নিজের পর্যালোচনা তুলে ধরেছেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অবশ্য সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে, তার ধারণা এবারের আসরে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের সম্ভাবনা বেশি।
এর অন্যতম কারণ হিসেবে কন্ডিশনের কথা উল্লেখ করেছেন অজি কিংবদন্তী। গেল বছর সংযুক্ত আরব আমিরাতে আফগানদের কাছে সিরিজ হেরেছিলো বাংলাদেশ। সেদেশের কন্ডিশনেই ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে টাইগারদের।
আট দলের টুর্নামেন্টে সাকিব তামিমের মতো অভিজ্ঞদের দলে দেখা যাবে না। তাছাড়া অফ ফর্মের কারণে স্কোয়াডে রাখা হয়নি লিটন দাসকেও। রিকি পন্টিং মনে করছেন, বাংলাদেশ দলে মানসম্পন্ন খেলোয়াড়ের অভাব রয়েছে। যে কারণে, এবারের আসরটা কঠিন হবে শান্তদের জন্য।
বাংলাদেশের সাম্প্রতিক ফর্মও তেমন সুবিধাজনক নয়। ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে দল। চলতি মাসে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বে ভারত ছাড়াও শান্তদের লড়তে হবে পাকিস্তান আর নিউজিল্যান্ডের বিপক্ষে। টুর্নামেন্টে বাংলাদেশের মিশন শুরু ২০ ফেব্রুয়ারি।