টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে ইংল্যান্ডের। বাকি ব্যাটারদের ব্যর্থতাদের দিনে অধিনায়ক জস বাটলার একাই খেলেন ৬৮ রানের ইনিংস। বল হাতে ভারতের বরুণ চক্রবর্তী ৩ উইকেটের সাথে আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট নেন।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ওপেনার অভিষেক শর্মার ৩৪ বলে ৭৯ রানের তাণ্ডবে ৪৩ বল ও ৭ উইকেট হাতে রেখে বড় জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত। সঞ্জু স্যামসনের ব্যাটে ২০ বলে ২৬ রান এলেও সূর্যকুমার যাদব রান না করেই আউট হন।
এই জয়টি ভারতের ইংল্যান্ডের বিপক্ষে বল বাকি থাকার হিসেবে সবচেয়ে বড়। এর আগে ২০১২ সালে ১৫৮ রান তাড়া করতে গিয়ে ১৩ বল বাকি রেখে জয় পেয়েছিল ভারত।