ক্রিকেট
এখন মাঠে
0

লিটনের দলে না থাকা বিস্ময়কর: কার্টলি অ্যামব্রোস

বিপিএলে তৃতীয়বারের মতো ধারাভাষ্যকার হিসেবে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার কার্টলি অ্যামব্রোস। তাই লিটন কুমার দাসের সক্ষমতা তিনি ভালোভাবেই জানেন। তবুও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটন নেই জেনে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। কথা বলেছেন পছন্দের বোলার নাহিদ রানাকে নিয়েও।

উইন্ডিজ গ্রেট কার্টলি অ্যামব্রোস। খেলোয়াড়ি জীবনে দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে ৪০০ উইকেট আর অবসরের দীর্ঘদিনের কমেন্ট্রি ক্যারিয়ারে সহস্র ক্রিকেটারের ভালো ও খারাপ দেখেছেন অ্যামব্রোস। ধারাভাষ্যের সুবাদে বিপিএলে আগেও এসেছেন। এবার এসেছেন তৃতীয় বারের মত।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটন দাসকে না দেখে অবাক হয়েছেন কার্টলি অ্যামব্রোস। সিলেটের বাইশ গজে লিটন যখন রাজশাহীর বোলারদের শাসন করছেন তখনই ওয়েস্ট কিংবদন্তী কার্টলি অ্যামব্রোস তখন কমেন্ট্রি বক্সে বিস্ময়টা তাই যেন একটু বেশিই।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তী ক্রিকেটার কার্টলি অ্যামব্রোস বলেন, ‘আমি জানি সে স্কোয়াডে নেই, সে যখন দুর্দান্ত খেলছিল তখনই জানতে পেরেছি যে সে দলে নেই। বিষয়টি আমাকে অবাক করেছে।’

চার দশক ক্রিকেটের সঙ্গে কাটানো ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার মনে করেন সব সময় পারফরম্যান্স নয়, সামর্থ্যকেও ক্ষেত্র বিশেষে প্রায়োরিটি দেয়া উচিত।

কার্টলি অ্যামব্রোস বলেন, ‘আমরা সবাই জানি সে কি করার ক্ষমতা রাখে। সবসময় পারফরম্যান্স দেখে দল গঠন করা ঠিক নয়। যদিও সে স্ট্রাগল করেছে তারপরও তাকে সুযোগ দেয়া যেতে পারে।’

পেসারদের মধ্যে কার্টলি অ্যামব্রোসের সবচেয়ে বেশি মনে ধরেছে নাহিদ রানাকে। আগামীতে এই পেসারের কাছ থেকে সেরাটা পেতে সঠিক পরিচর্যার পরামর্শ উইন্ডিজ ক্রিকেট গ্রেটের।

অ্যামব্রোস বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে প্রথম নাহিদ রানাকে দেখেছি। সবচেয়ে ভালো লেগেছে গতির জন্য। তবে, সে এখনো শিখছে। তাকে সঠিক পরিচর্যার মধ্যে রাখতে হবে।

অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করা নাহিদ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নিয়েছেন। তবে বাদ পড়া লিটন পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি হাঁকিয়ে পাশার দান উল্টে দিয়েছেন। ক্রিকেট পাড়ায় গুঞ্জন চ্যাম্পিয়ন্স ট্রফির দলেই ফিরতে পারেন লিটন। হয়তোবা স্কোয়াডে ফেরার জন্য আরেকটা দুর্দান্ত ইনিংস দূরত্বেই দাঁড়িয়ে আছেন লিটন। আর সেটা হলে লেখা হবে লিটনের প্রত্যাবর্তনের গল্প।

ইএ