ওসমান হাদির প্রতি শ্রদ্ধায় রাজশাহী ওয়ারিয়র্সের অভিনব উদ্যোগ

রাজশাহী ওয়ারিয়র্সের জার্সি ওসমান হাদিকে উৎসর্গ করার ঘোষণা দিয়েছে দলটি
রাজশাহী ওয়ারিয়র্সের জার্সি ওসমান হাদিকে উৎসর্গ করার ঘোষণা দিয়েছে দলটি | ছবি: এখন টিভি
0

সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকাহত পুরো দেশ। তার প্রতি শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগ নিয়েছে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সের। নিজেদের অফিসিয়াল জার্সি হাদিকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আজ (শনিবার, ২০ ডিসেম্বর) এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, হাদির আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই তাদের এ বিশেষ উদ্যোগ। এ কারণে আনুষ্ঠানিক কোনো জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন না করে নির্ধারিত সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্মরণীয় এ জার্সিটি প্রকাশ করবে তারা।

আরও পড়ুন:

আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বাদশ আসর শুরু হবে। এদিন উদ্বোধনী ম্যাচে দুপুর ২টায় স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। তিন ভেন্যুতে ৩৪ ম্যাচের লড়াই শেষে টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৩ জানুয়ারি।

এসএইচ