বিসিবির সার্বিক তত্ত্বাবধানে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। দলের কোচ হান্নান সরকার বলছেন, সবকিছু ঠিক থাকলে সুষ্ঠুভাবেই প্রস্তুতি নিতে পারবে দলটি।
রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হান্নান বলেন, ‘টিম হিসেবে আমরা খেলার জন্য আমাদের প্রস্তুতি নিয়ে চলেছি। স্বাভাবিকভাবেই যেকোনো কাজের আগে সিকিউরিটিটা এনশিওর করতে হবে সবার আগে। নিশ্চিতভাবে আমরা সেদিকে নজর রাখবো।’
বিদেশি ক্রিকেটারদের আসা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও ২৩ ডিসেম্বর পুরো দলের একসঙ্গে সিলেটে উড়াল দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান কোচ। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স।
কোচ হান্নান বলেন, ‘যেহেতু ক্রিকেট বোর্ড থেকেই আমাদের জন্য সেরকম কোনো ইন্সট্রাকশন বা গাইডলাইন আসেনি, তাই আমরা বিদেশি খেলোয়াড়দের সঙ্গে সেই যোগাযোগটাই রেখেছি এবং আমাদের ৬ জন বিদেশি খেলোয়াড় ইনশাআল্লাহ শুরু থেকেই থাকবে।’
আরও পড়ুন:
এনওসি পাননি শ্রীলঙ্কান ক্রিকেটার হেমন্ত। তিনি দলে যোগ দিতে না পারলেও নেপালের তারকা স্পিনার লামিচানেকে দলে ভিড়িয়েছে রাজশাহী। সব খেলোয়াড়কে নিয়েই দলের কৌশল সাজাচ্ছেন কোচ হান্নান।
হান্নান বলেন, ‘শ্রীলঙ্কান খেলোয়াড়দের মধ্যে হেমন্তের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম মনে হচ্ছে, এনওসির কারণে তাকে হয়তো আমরা পাবো না।’
বিপিএল শেষে বিশ্বকাপে অংশ নেবে টাইগাররা। তাই স্পোর্টিং উইকেট পেলে এই টুর্নামেন্ট ক্রিকেটারদের জন্য আদর্শ প্রস্তুতি হবে বলেও মনে করছেন কোচ। জাতীয় দলের ফিজিও এবং ট্রেইনার দলে থাকায় খেলোয়াড়দের ওপরও বাড়তি নজরদারি সম্ভব।
রাজশাহী ওয়ারিয়র্সের এ কোচ বলেন, ‘ভালো উইকেটে যদি আমরা খেলতে পারি এবং আশা করি খেলতে পারবো, সেটা যদি হয় বিশ্বকাপের জন্য খুবই ভালো প্রস্তুতি নিয়েই তারা যেতে পারবে।’
এদিকে ওসমান হাদির মৃত্যুতে শোকাহত রাজশাহী ওয়ারিয়র্স। হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের জার্সি তাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।




