ক্রিকেট
এখন মাঠে
0

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ

সিরিজের চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এই জয়ে চার ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করেছে জুনিয়র টাইগ্রেসরা।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১৭ রান তোলেন দুই ওপেনার। দ্বিতীয় উইকেট জুটিতে ৩০ রান করে পরপর দুই বলে ফিরে যান ইভা ও সুমাইয়া। একপর্যায়ে ৫৯ রানে ৫ উইকেটের দলে পরিণত হয় বাংলাদেশ।

সেখান থেকে জান্নাতুল মাওয়ার ২৪, আফিফা আশিমার ২১ ও সাদিয়া আক্তারের ৯ বলে ১৫ রানের ক্যামিওতে ১২৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

জবাব দিতে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ের পর বল হাতেও উজ্জ্বল ছিলেন জান্নাতুল মাওয়া। শিকার করেছেন তিন উইকেট। একপর্যায়ে মাত্র ৭৪ রানে ৮ উইকেট হারালে পরে আর ম্যাচে ফেরা হয়নি লঙ্কানদের৷

২০ ওভার শেষে ১০৫ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

এসএস