উদ্বোধনী দিনেই ছক্কা বৃষ্টি হোম অব ক্রিকেটে। সব মিলিয়ে দুই ম্যাচে ৪২ ছক্কার দিনে আনন্দে মেতেছেন দর্শকরা। যেখানে সীমানা পার করা ওভার বাউন্ডারির সংখ্যা এগিয়ে ইয়াছীর রাব্বী-মাহমুদউল্লাহ রিয়াদ-লিটন দাস-তানজিদ তামিমরা।
পরিবর্তিত সূচিতে আসরের দ্বিতীয় দিনে প্রথম বার মাঠে নামবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। মাঠের ক্রিকেটে দর্শকদের প্রত্যাশা মেটানোর চাপ থাকবে তাদের উপরেও। আগামী দিনের সাকিব হয়ে উঠা মেহেদি মিরাজের দলের সাথে সাকিব বিহীন কিংসদের লড়াইয়ে দু'দলই জয় দিয়েই শুরু করতে চায় টুর্নামেন্ট।
ওয়েস্ট ইন্ডিজে সিরিজ সেরা শেখ মেহেদীর দুর্দান্ত বোলিংয়ে আসরের প্রথম ম্যাচে জয় পেয়েছে বিপিএলের দশম আসরের রানার আপ রংপুর রাইডার্স।
দ্বিতীয় দিনে দ্বিতীয় ম্যাচে মাশরাফীকে ছাড়াই সিলেট স্ট্রাইকার্স নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে রাইডার্সদের বিপক্ষেই।
প্রথম দিনে ফেভারিট দু'দলই পেয়েছে প্রত্যাশিত জয়। তবে দ্বিতীয় দিনে কোন কোন দল জয় পাবে সেটা জানতে সবার মনোযোগ থাকবে মাঠের খেলায়।