ক্রিকেট
এখন মাঠে
0

বিপিএলে নতুন উদ্যমে ফেরার প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজি ঢাকার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসরের যতবার না চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা, তার চেয়ে বেশিবার নাম পরিবর্তন হয়েছে। তবে এবার নতুন উদ্যমে ফেরার প্রত্যাশায় দল গঠনে ফ্র্যাঞ্চাইজিটি খরচ করেছে কয়েক কোটি টাকা। আছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

দরজায় কড়া নাড়ছে বিপিএল। অন্যান্য আসরের তুলনায় এবার বেশিরভাগ কার্যক্রমই গোছানো। তবে শেষ মুহূর্তে দলে ক্রিকেটার ভেড়ানোর চিত্রটা পুরোনো।

ক্রিকেটার কেনার ক্ষেত্রে কার্পণ্যতা করেনি ঢাকা ক্যাপিটালস। দেশি-বিদেশি মিলিয়ে এখনও পর্যন্ত ২৫ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। টাকার অঙ্কটা শতভাগ জানা না গেলেও পুরো টুর্নামেন্টে কেমন বাজেট নিয়ে নামতে হয় একটা দলকে তার ধারণা দিয়েছেন ঢাকার ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

ঢাকা ক্যাপিটালসের অপারেশন কনসালটেন্ট ইমরান হাসান বলেন, 'এক্সাক্ট অ্যামাউন্টটা বলতে পারবো না। কারণ এখানে বিভিন্ন ধরনের খেলোয়াড় আছে মানে বিভিন্ন প্রাইসের ক্যাটাগরির খেলোয়াড় আছে। আমরা চেষ্টা করেছি ১০ কোটির বেশি বাজেটে একটা টিম রাখার জন্য।'

দলে ক্রিকেটারের অভাব নেই, অভাব আছে কম্বিনেশনের। এবারের দুশ্চিন্তা আছে যথেষ্ট। আর সেই দুশ্চিন্তার নাম মিডল অর্ডার।

ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, 'আমি নিজেও খুব কনসানী যে আমাদের মিডল অর্ডারটা একটা ঝামেলার, আমাদের মেকশিপ করতে হবে। আমাদের এতগুলো টপঅর্ডার তাদের খেলাতে হবে। এখনও প্ল্যান করিনি, আমার মাথায় আছে অনেক কিছুই। কিন্তু সেটা আমি এখন বলতে চাই না।'

ক্রিকেটারদের নিয়ে বাজি খেলেছে ঢাকা ক্যাপিটালস। আর সেই বাজির অন্যতম ঘোড়া দীর্ঘদিন জাতীয় দলের বাইরে কিংবা ছন্দে না থাকা সাব্বির রহমান-মুনিম শাহরিয়াররের মতো ক্রিকেটারেরা। যাদের ফর্মে ফেরার তাড়না আছে। কিন্তু ব্যাট কথা বলবে কিনা সেটা নিয়ে আছে প্রশ্ন।

মুনিম শাহরিয়ার বলেন, 'আমি যখন বরিশালে খেলেছিলাম তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলেছিলাম। আমার যে খেলাটা আছে সেটা প্রোপারলি খেলতে পালিলাম। কিন্তু পরে জাতীয় দলে যাওয়ার পর ইনজুরিতে পড়ার পর সেখান থেকে উঠে এসে সেই খেলাটা খেলতে পারিনি। অতীতে যা হইছে তা নিয়ে চিন্তা করি না। নতুনভাবে নিজেকে ফিরে পেতে চাচ্ছি সেজন্য আমি উদগ্রীব।'

ঘোড়ার উপর বাজি ধরে মিডল অর্ডারে মন্ত্রীর খোঁজে ঢাকা কোচ। তবে শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত খোঁজ না পেলে ঘোড়ার আড়াই চালেই ভরসা খুঁজতে হবে টিম ক্যাপিটালসকে।

এসএস