ক্রিকেট
এখন মাঠে
0

সিরিজ জিততে কাল মাঠে নামবে বাংলাদেশ

প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামীকাল (বুধবার, ১৮ ডিসেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। টাইগার ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী জানালেন, লক্ষ্য এখন সিরিজ জেতা। কিংসটাউনে ম্যাচটি শুরু বুধবার ভোর ৬টায়।

লম্বা সময় পেরিয়ে গেলেও কুড়ি ওভারের সংস্করণটা আয়ত্তে আনতে পারেনি বাংলাদেশ। শক্ত প্রতিপক্ষ হিসেবে সমীহ আদায় করতে পারেনি বিপক্ষ শিবিরের। যদিও ক্যারেবিয় দীপপুঞ্জে সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী উইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে টাইগাররা।

টি-টোয়েন্টির সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের যে ঘুরে দাঁড়ানোর সাধ্য আছে, তা ভালো করেই জানেন বাংলাদেশের ক্রিকেটাররা। তারপরও সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী লাল-সবুজ প্রতিনিধিরা। কারণ প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে সফররতদের। উইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করতে পারলে বাংলাদেশের র‌্যাংকিংয়েও পড়বে ইতিবাচক প্রভাব।

শামীম পাটোয়ারী বলেন, 'যেহেতু এখন আমরা তিন ম্যাচের একটা জিতে গেছি, সেজন্য আমরা একটু এগিয়ে আছি এখনও। আর অবশ্যই আমার টার্গেট থাকবে যে আমাদের এই সিরিজটা জেতার জন্য। আপনারা সবাই জানেন যে টি-টোয়েন্টি স্পেশালিস্ট ওরা অনেক ভালো। আশা করি আর একটা ম্যাচ জিতলে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ।'

উইন্ডিজ সফরে বাংলাদেশ দলের টপ অর্ডাররা ধারাবাহিক হতে পারছেন না। যে কারণে রানের গতি সচল রাখা কঠিন হচ্ছে বাকি ব্যাটারদের জন্য। আর ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ে বড় ভূমিকা বোলারদেরই। বলা যেতে পারে, সিরিজ জিততে টপ অর্ডারদের রানের মধ্যে থাকার বিকল্প নেই। দ্বিতীয় ম্যাচে দল কিংবা দর্শকদের আলাদা নজর থাকবে লিটন দাসের দিকে। কারণ ফর্মহীনতায় ভুগছেন এলকেডি।

এদিকে ওয়ানডেতে আলো ছড়ানো মেহেদী মিরাজ ইনজুরির কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও অনিশ্চিত। টিম ম্যানেজম্যান্ট উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইলে দ্বিপাক্ষিক সিরিজে অভিষেকের অপেক্ষা বাড়বে রিপন মণ্ডলের।

এসএস