ক্রিকেট
এখন মাঠে
0

এশিয়া কাপ জয়ের পর আরো বড় স্বপ্নের পথে টাইগার যুবারা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে জিতে এশিয়ার সেরার মুকুট পড়ার পাশাপাশি পাঁচ বছর আগে ফাইনালে হারার প্রতিশোধ নিয়েছে যুব ক্রিকেটাররা। এবার স্বপ্নটা আরো বড়। সোমবার রাতে দেশের ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমনটাই জানিয়েছেন যুব ক্রিকেট দলের অধিনায়ক।

চ্যাম্পিয়ন যুবারা দেশে ফিরেছে যুবরাজের মতই। তবে বিমানবন্দরে কথা বললেন শুধু শিরোপাজয়ী যুবরাজদের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

গ্রুপ পর্বে আফগানিস্তান, সেমিতে পাকিস্তান ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতলেও বাড়তি আয়োজনের ধার ধারেনি বিসিবি। যেন পাহাড়ের চূড়া ছয়েও মাটিতে পা রাখার চেষ্টা।

২০১৯ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত টুর্নামেন্টে ফাইনালে ভারতের কাছে ৫ রানে হেরেছিলো বাংলাদেশ। পাঁচ বছর পর ফাইনালের মঞ্চেই প্রতিশোধ নিয়ে আগামীতে বিশ্বকাপ জেতার স্বপ্ন টাইগার দলপতির।

আজিজল হাকিম তামিম বলেন, ‘ভারতের বিপক্ষে টিমমেটসরা অনেক ভালো খেলেছে। সবাই ভালো করার কারণেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’

তিনি বলেন, ‘অবশ্যই এশিয়া কাপ জেতার আমাদের জন্য আত্মবিশ্বাসের বিষয়। সেখানে পাকিস্তান ও ভারতের মত দলকে হারালে আরো আত্মবিশ্বাস থাকে। আর ইন শা আল্লাহ এ কনফিডেন্স ধরে রাখার চেষ্টা করবো।’

যুব এশিয়া কাপে নয়বার ফাইনাল খেলে এবারই প্রথম শিরোপা জিততে পারলো না ভারত। প্রথমবারের মতো ভারতকে হতাশ করার কৃতিত্বটা টাইগারদের। তবে অর্জনটা পুরো দেশের তাই বিজয়ীরা শিরোপা উৎসর্গ করেছেন দেশবাসীকে।

টাইগার দলপতি বলেন, ‘আসলে দেখেন দেশের জন্যই খেলছি, এটা গর্বের বিষয়। আর জয়টা দেশের জন্যই।’

যুব বিশ্বকাপ ছাড়াও টানা দুইবার এশিয়ার সেরার মুকুট পড়ল টাইগার যুবারা।। এবার স্বপ্নটা বড়দের বিশ্বকাপ জয়ের।

এএইচ