আফগানিস্তানের সাথে সর্বশেষ ওয়ানডে সিরিজে চোট পান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওয়ানডেতে গ্রোয়েন ইনজুরিতে পড়ার পর থেকেই খেলার বাইরে টাইগারদের নিয়মিত অধিনায়ক।
অন্যদিকে অভিজ্ঞ মুশফিকুর রহিমও ভুগছেন আঙুলের ইনজুরিতে। বিসিবির এক সূত্রের খবর ওয়েস্ট ইন্ডিজে যাওয়া হচ্ছেনা মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটারেরও।
অনিশ্চয়তা আছে মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়কে নিয়েও। টেস্ট সিরিজ শেষে আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওডিআই সিরিজে তাই দল একাদশ সাজানো নিয়ে নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ।