মিরপুরের উইকেট বিতর্ক দীর্ঘদিনের। এ উইকেট নিয়ে বরাবরই আক্ষেপ করতে দেখা যায় ক্রিকেটারদের। তবে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে স্পোটিং উইকেটের প্রত্যাশা ছিল খেলোয়াড়দের। এ হতাশা কাটানোর একটা চেষ্টা দেখা যায় , দীর্ঘ সময় ধরে সমালোচনার পর গত বছর গামিনি ডি সিলভাকে মিরপুরের পিচ কিউরেটরের দায়িত্ব থেকে ছুটি দিয়ে টনি হেমিংয়ের কাঁধে গুরু এ দায়িত্ব সোপর্দ করা হলে। তবে চলতি বিপিএলে একই দশা দেশের হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের পিচ।
সিলেটের ক্রিস ওকসও বলেছিলেন, এমন উইকেটে ব্যাট করতে চায় না কোনো ব্যাটার। এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১, এই দুই ম্যাচে দেশি বিদেশি ব্যাটারদের সংগ্রাম ছিল চোখে পড়ার মতো। রংপুর রাইডার্স করেছিল মাত্র ১১১ রান, সেই রান টপকাতে সিলেট টাইটান্সেকে খেলতে হয়েছে ইনিংসের শেষ বল পর্যন্ত। রাতে কোয়ালিফায়ারের ম্যাচেও রাজশাহী ওয়ারিয়র্স অলআউট হয় ১৩৩ রানে। সেই রান চট্টগ্রাম পেরিয়েছে শেষ ওভারে গিয়ে। দুই ম্যাচেই রান তোলা ছিল রীতিমতো চ্যালেঞ্জ। ম্যাচ শেষে কপালের দোষ দিয়েই নিজেকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করেছেন শান্ত।
আরও পড়ুন:
রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ব্যাটসম্যান হিসেবে আমর মনে হয় টি-টোয়েন্টিসুলভ উইকেট না। আমার মনে হয় খুবই ডিফিকাল্ট, স্পেশালি ব্যাটসম্যানদের জন্য। আপনি যাদি পুরো ৪০ ওভারের ব্যাটিং দেখেন প্রতিটি ব্যাটসম্যানই স্ট্র্যাগল করছে দেশি বিদেশি সবাই। এখানে সর্টস খেলাই যাচ্ছে না। আমার মনে হয় আমরা পুরো ব্যাটিং এবং বোলিং স্কোয়াড আরও ভালো উইকেট আশা করতে পারি স্পেশালি টি-টোয়ন্টিতে।’
এদিকে আজই দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফাইনালের আগে পাওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহীর।
শান্ত বলেন, ‘সিলেট দল নিয়ে মূল্যায়ন আমি করতে চাই না। ওরা ওদের জায়গায় থাক আমি আমার দলকে মূল্যায়ন করব। আমার দলের ওপর বিশ্বাস আছে আমি যেটি বললাম কাল ভালো ক্রিকেট খেলেই জিততে হবে। চেষ্টা থাকবে কীভাবে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।’
কখনও পারফরম্যান্স কখনও আবার আসরে অংশগ্রহণ না করায় গেলো দুই বছরে ফাইনালে দুই দলের সমর্থকরা ছিলেন নিরুত্তাপ। তাই ফাইনালের আগে জমজমাট এক লড়াইয়ে অপেক্ষা করছে বিপিএলের দর্শকরা।





