ক্রিকেট
এখন মাঠে
0

বিপিএলসহ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি আসরগুলোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বিপিএলসহ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি আসরগুলোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন আইসিসির সাবেক কর্মকর্তা স্টিভ রিচার্ডসন। নিয়ম না মানায় ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে ফিক্সিং ও নানা অস্বচ্ছতার ঝুঁকি থেকে যায় বলে দাবি করেছেন আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটে কাজ করা এই কর্মকর্তা।

ফ্রাঞ্চাইজি ক্রিকেট মানেই টাকার ঝনঝনানি। আর যেখানে অঢেল অর্থের হাতছানি সেখানেই থাকে দুর্নীতির সুযোগও। বিশ্বজোড়া খ্যাত আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল কিংবা বিপিএলের মত আসরগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে বেশ। তবে এই আসরগুলো নিয়েই এবার বোমা ফাটালেন আইসিসির সাবেক কর্মকর্তা স্টিভ রিচার্ডসন। দাবি করেছেন, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই দুর্নীতি হচ্ছে।

সম্প্রতি টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়ংকর তথ্য। সেখানে বলা হয়েছে, আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা না মেনেই আয়োজিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো। সন্দেহের তালিকায় আছে বিপিএলের নামও।

বর্তমান সময়ে ক্রিকেটখেলুড়ে সব দেশেই ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জয়জয়কার। অথচ নিয়ম মানার ক্ষেত্রে বের হয়ে আসছে নানা ফাঁকফোকর।

আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটে কাজ করেছেন স্টিভ রিচার্ডসন। তিনি বলেন, স্বয়ং আইসিসিই নিজেদের তৈরি করা দুর্নীতিবিরোধী নীতিমালা ঠিকভাবে মেনে চলে না।

টেলিগ্রাফের প্রতিবেদনে বিপিএল নিয়ে উঠে এসেছে বেশ কয়েকটি অভিযোগ। যার মাঝে সবচেয়ে গুরুতর হলো, অনেক খেলোয়াড়ের বিপক্ষে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলেও তারা খেলে যান বছরের পর বছর ধরে। বিপিএল দুর্নীতি বিষয়ক অভিযোগগুলো নিজেরাই দেখভাল করে তাই সমাধান হয়না অনেক দূর্নীতিরই। খেলোয়াড়রাও ভয় পান অভিযোগ জানাতে। কেউ কেউ পারিশ্রমিকের ভয়ে চেপে যান মূল ঘটনা।

আন্তর্জাতিক পরিমণ্ডলে এসব নিয়ে চলছে বিস্তর আলোচনা। সবার দাবি ক্রিকেট দুর্নীতিমুক্ত হোক। ফ্রাঞ্চাইজি ক্রিকেট হোক মানুষের নির্ভেজাল আনন্দের খোরাক।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর