ক্রিকেট
এখন মাঠে
0

স্কটিশদের হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা টাইগ্রেসদের

বিশ্ব আসরে শুভসূচনা করলো বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ২০ রানে হারিয়েছে টাইগ্রেসরা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১১৯ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১০০ রানে গুটিয়ে যায় স্কটিশরা।

বিশ্বকাপটা যেভাবে শুরু করা দরকার, সেভাবেই করলো বাংলাদেশের মেয়েরা। উদ্বোধনী ম্যাচেই জয় নিয়ে নিজেদের স্বপ্নের পথে এক পা দিয়ে রাখলো জ্যোতির দল।

টস জয়ের মাধ্যমে শুরু। শারজায় ব্যাটিংটাই বেছে নিলেন টাইগ্রেস ক্যাপ্টেন। সাথী রানি আর মুর্শিদা ভালো শুরুই এনে দেন দলকে। ১২ রান করে বিদায় নেন মুর্শিদা।

দ্বিতীয় উইকেটে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। সাথীর সঙ্গে সোবহানা মোশতারী জুটি বেঁধে দলকে উপহার দেন ৪২ রান। ক্যারিয়ার সর্বোচ্চ ২৯ রান আসে সাথী রানীর ব্যাট থেকে।

সোবহানা মোশতারীও তার ক্যারিয়ার সেরা ইনিংসটা খেলেন এদিন। তার ব্যাটে আসে ৩৬ রান।

তবে এ দু'জনের বিদায়ের পর আর কেউ সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। অধিনায়ক জ্যোতির সংগ্রহ ১৮ রান।

অভিষিক্ত তাজ নেহারের ডাক আর স্বর্না, রিতুদের ব্যর্থতায় দলীয় সংগ্রহটা বড় হয়নি। ১১৯ রানে থামে টাইগ্রেসরা।

তবে জয়ের জন্য এই পুঁজিকেই যথেষ্ট বানিয়ে তোলেন বোলাররা। একমাত্র পেসার মারুফা থেকে শুরু করে রিতু মনি, নাহিদা, রাবেয়ারা করেন কিপটে বোলিং। তাদের দাপটের কাছে টেকেনি স্কটিশ ওপেনার সারা ব্রিচের অনবদ্য ৪৯ রানের ইনিংসও। স্কটল্যান্ড থামে জয় থেকে ১৬ রান দূরে।

জয়ের দিনে দারুণ এক কীর্তি গড়েছেন টাইগ্রেস স্পিনার নাহিদা আক্তার। প্রথম বাংলাদেশি নারী হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দলের জয় তার কীর্তিকে আরো মহিমান্বিতই করছে।