টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতের তরুণ দলের কাছে পাত্তা না পেলেও তৃতীয় ম্যাচ জয় হাতের মুঠো থেকে বেড়িয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কার। যে কারণে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওযাশ হবার ক্ষত লঙ্কানরা শোধ নিতে চায় ওয়ানডে সিরিজ জয়ের মধ্যে দিয়ে।
তবে কাজটা সহজ হবে না। দারুণ ছন্দে থাকা দুই পেসার চামিরা ও তুষারার পর এবার ইনজুরির মিছিলে পাতিরানা ও দিলশান মাদুশঙ্কাও। তাই সেরা পেস অ্যাটাক পাবে না স্বাগতিকরা। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অবসর নেয়ার পর ওয়ানডে ফরম্যাটে ফিরেছেন চার সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল ও শ্রেয়াস আইয়ার।
তাই বলায় যায় শ্রীলঙ্কার সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আইসিসির টিম র্যাংকিংয়ে এক নম্বরে টিম ইন্ডিয়া আর ৭ নম্বরে শ্রীলঙ্কা। দু'দল এখন পর্যন্ত ১৬৮ ওয়ানডে খেলেছে এরমধ্যে ভারত ৯৯ আর লঙ্কানরা জিতেছে ৫৭ ম্যাচে।