ক্রিকেট
এখন মাঠে
0

টিম কম্বিনেশনের কারণে বাদ পড়েছে মিরাজ: পাপন

আসন্ন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দলে জায়গা হয়নি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।

তবে ঠিক কী কারণে অভিজ্ঞ মিরাজকে বিবেচনায় নেয়া হয়নি, সেটি নিয়েও আছে ধোঁয়াশা। যদিও যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, টিম কম্বিনেশনের কারণে মিরাজকে বাদ দেওয়া হয়েছে।

বিসিবি সভাপতি বলেন, 'মিরাজকে প্রাথমিক দলে নেয়া হয়নি তবে যখনই দরকার পরবে তখনই সে যেন টিমের সাথে গিয়ে জয়েন করতে পারে।'

ইএ