সিরিজ হাত ছাড়া হলেও, শেষ টেস্ট বিশেষ কিছু ইংলিশদের জন্য। টেস্ট ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে আর মাত্র দুটি উইকেট নিলেই ৭শ' উইকেটের ক্লাবে জায়গা করে নেবেন পেসার জেমি অ্যান্ডারসন। টেস্টে সর্বোচ্চ ৮শ' উইকেট মুরালিধরনের, দ্বিতীয় স্থানে থাকা শেন ওয়ার্নের শিকার ৭০৮ উইকেট।
এছাড়াও নবম ইংলিশ ক্রিকেটার হিসেবে জনি বেয়ারস্টো খেলবেন শততম টেস্ট। তবে তাদের একাদশে আসছে একটি পরিবর্তন। ওলি রবিনসনের জায়গায় খেলবেন পেসার মার্ক উড।
অন্যদিকে ক্যারিয়ারে ১০০তম টেস্ট খেলার অর্জনের সামনে দাঁড়িয়ে ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিন।
সিরিজের শেষ ম্যাচটি খেলা হবে ধর্মশালায়। যেখানকার উইকেট আর আবহাওয়া কিছুটা হলেও পেসারদের পক্ষে কথা বলবে। তাই ভারতীয়দের একাদশে বিশ্রাম শেষে ফিরতে যাচ্ছেন জশপ্রিত বুমরা।





