দ্বিতীয় দিন শেষে ৫২ রানে এগিয়ে বাংলাদেশ

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড | ছবি: বিসিবি
0

মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি আর সাদমান-মুমিনুলের ফিফটিতে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনশেষে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। দিন শেষে আয়ারল্যান্ডের চেয়ে ৫২ রানে এগিয়ে বাংলাদেশ।

প্রথম দিনের আট উইকেটে ২৭০ রান নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শুরুতেই অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। স্কোর বোর্ডে মাত্র ১৬ রান যোগ করতে সক্ষম হয় তারা।

এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়-সাদমান ইসলামের ওপেনিং জুটিতে প্রথমবার সেঞ্চুরির দেখা পায় স্বাগতিকরা।

আরও পড়ুন:

সাদমান ৮০ রান করে আউট হলে দু’জনের ১৬৮ রানের জুটি ভাঙে। তবে অবিচল ছিলেন জয়। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

দিনশেষে ১৬৯ রানে অপরাজিত আছেন তিনি। যেটি তার ক্যারিয়ার সেরা ইনিংসও। আরেক প্রান্তে সপাটে ব্যাট চালান অভিজ্ঞ মুমিনুল হকও। দিনশেষে তিনিও অপরাজিত ৮০ রানে।

দু’জনের ১৬০ রানের অনবদ্য জুটিতে ৫২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনে বড় সংগ্রহের লক্ষ্যে ব্যাট করতে নামবে দল।

এসএস