মুশফিকের ফিফটি–তাইজুলের তিন উইকেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট ম্যাচের একটি মুহূর্ত
বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট ম্যাচের একটি মুহূর্ত | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

মুশফিকুর রহিমের ফিফটি আর তাইজুলের তিন উইকেট। মিরপুরে শনিবার (২২ নভেম্বর) একইদিনে বাংলাদেশের ক্রিকেটাররা লিখলেন দুই কীর্তি। আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে দাপট দেখানোর দিনে বাংলাদেশ মাঠ ছেড়েছে জয়ের উত্তাপ নিয়ে। শেষদিনে টাইগারদের দরকার ৪ উইকেট।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জড়ো হওয়া হাজার খানেক দর্শক সাক্ষী হলেন দুই ভিন্ন ভিন্ন রেকর্ডের। টেস্টের সাদাপোশাকে খুব দ্রুতগতির ম্যাচ দেখা যায়নি। বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ খানিক ঢিমেতালে চললেও রেকর্ড বুকটা হয়েছে সমৃদ্ধ।

তৃতীয় দিনের পরই অনেকটা নিশ্চিত হয়ে যায়, মিরপুরে বাংলাদেশ পেতে যাচ্ছে একপেশে জয়। চতুর্থ দিন সকালে দ্রুত দুই উইকেট হারালেও কক্ষপথ থেকে ছিটকে যায়নি বাংলাদেশ। মুমিনল হক আর মুশফিকুর রহিমের জুটিতে লিড ছাড়ায় ৫০০।

আরও পড়ুন:

বড় লিডের পথে শততম টেস্টের ২য় ইনিংসেও মুশফিক পেয়েছেন ফিফটির দেখা। রিকি পন্টিংয়ের পর টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টের দুই ইনিংসেই মুশফিক খেললেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এর খানিক পরেই মুমিনুল ব্যক্তিগত ৮৭ রানে আউট হলে ৫০৮ রানের লিডে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

মিরপুরে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়ার নজির ২০৯৷ জিততে হলে আয়ারল্যান্ডকে পাড়ি দিতে হবে অসম্ভব এক লক্ষ্য। পাহাড়সম টার্গেটের মুখে শুরুটাও ভালো হয়নি তাদের। ৬ষ্ঠ ওভারে বালবির্নিকে ফেরান তাইজুল। সেটাই জন্ম দিলো ২য় রেকর্ডের। সাকিব আল হাসানের ২৪৬ উইকেট টপকে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন তাইজুল।

মাঝে কারমাইকেল-টেক্টরের ৫১ রানের জুটি ছাড়া বাংলাদেশই ছিল চালকের আসনে। নিয়মিত বিরতিতে পেয়েছে উইকেটের দেখা। আয়ারল্যান্ড দিন শেষ করেছে ৬ উইকেট হারিয়ে। শেষ দিনে তাই জয়ের উত্তাপ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

সেজু