আজ (বৃহস্পতিবার, ২০ নভেম্বর) মুশফিকুর রহিম আউট হওয়ার কিছুক্ষণ পর ১৫৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি পূরণ করেন লিটন। গত বছরের আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন তিনি। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে শতকের সুযোগ পেয়েও আলগা শটে ফিরতে হয়েছিল তাকে। তবে এবার আর সেই ভুল হয়নি।
আরও পড়ুন
মুশফিকের সঙ্গে গড়েছেন ১০৭ রানের দারুণ জুটি। এই নিয়ে টেস্টে মুশফিক–লিটন জুটির সপ্তম শতরানের পার্টনারশিপ, যা বাংলাদেশের কোনো জুটির সর্বোচ্চ।
এর আগে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরুতেই মুশফিক ধীরে খেললেও দ্বিতীয় ওভারেই পূরণ করেন ক্যারিয়ারের ত্রয়োদশ টেস্ট সেঞ্চুরি। ১৯৫ বলে মাত্র ৫ চার মেরে পৌঁছান তিন অঙ্কে। তবে সেঞ্চুরির পর দীর্ঘ সময় উইকেটে থাকতে পারেননি তিনি। ২১৪ বলে ১০৬ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন। লিটনের সেঞ্চুরির পর তাকে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।





