১৪৭ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে মুশফিকই মাত্র ১১তম ব্যাটার, যিনি নিজের শততম টেস্টে সেঞ্চুরি করলেন। এই কীর্তির সূচনা হয়েছিল ১৯৬৮ সালে ইংল্যান্ডের কলিন কাউড্রের মাধ্যমে। এরপর পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ, অ্যালেক স্টুয়ার্ট, ইনজামাম-উল-হক, কার্টলি গ্রিনিজ, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, জো রুট ও ডেভিড ওয়ার্নার যুক্ত হন এই সম্মানজনক তালিকায়।
তালিকার সবচেয়ে অনন্য কীর্তিটি অবশ্য রিকি পন্টিংয়ের—২০০৬ সালে শততম টেস্টে দুই ইনিংসেই করেছিলেন সেঞ্চুরি। শততম টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডটি জো রুটের—চেন্নাইয়ে ভারতের বিপক্ষে তার ২১৮ রানের ইনিংস।
২০২২ সালে ডেভিড ওয়ার্নার ২০০ রানের ইনিংস খেলে এই তালিকার সর্বশেষ সদস্য হয়েছিলেন। আর আজ এই অভিজাত অধ্যায়ে নতুন নাম যোগ করলেন বাংলাদেশের মুশফিকুর রহিম।





