এখন মাঠে
0

ডিসেম্বরের শেষেই মাঠে গড়াচ্ছে বিপিএল

রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিপিএল) নিয়ে যে শঙ্কা ছিল, অবশেষে কেটে গেলো তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানালেন ১৪ অক্টোবরই হচ্ছে বিপিএলের ড্রাফট। আর মাঠে গড়াচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে।

দেশের সার্বিক পরিস্থিতির কারণে কয়েকদিন আগে বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া হয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। পরে শঙ্কা জাগে বিপিএল নিয়েও। এ বিষয়টিসহ বেশ কিছু এজেন্ডা নিয়েই বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সভায় বসেছিল বিসিবির বোর্ড পরিচালকরা।

সভা শেষে বিপিএলের বিস্তারিত তুলে ধরেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। জানালেন, এ বছরের ২৭ ডিসেম্বরই মাঠে গড়াচ্ছে বিপিএল।

তিনি বলেন, 'কিছু নিয়ম কানুনের ব্যাপার ছিল, সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখনও সবকিছু কমপ্লিট হয়নি। আশা করি এক বা দু'দিনের মধ্যে হয়ে যাবে। একটা বিষয় নিশ্চিত আমরা ১৪ অক্টোবর ড্রাফট করতে যাচ্ছি। ম্যাচ শুরু হবে ২৭ ডিসেম্বর। আশা করি তারিখ ঠিক থাকবে।'

বিসিবি বসের কথায় আরও জানা গেলো, আসন্ন বিপিএলে দলের মালিকানায় থাকছে না আগের বিপিএলের তিন ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, যা নিয়ে গুঞ্জন ছিল দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই।

নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে দেখা যাবে রাজশাহীর একটি ফ্র্যাঞ্চাইজিকে। নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজিকে নির্বাচিত করেছে বিসিবি। বিপিএলে তারা কেনো খেলতে চায় বা তাদের অর্থনৈতিক শক্তির জায়গা কী সেটা নিয়ে তাদের সঙ্গে আলাপ করেন ফারুক।

এসএস