বিদেশে এখন
ধর্ম
0

বিশ্বের যেসব দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ এবং আমেরিকা-ইউরোপ-অস্ট্রেলিয়ার দেশগুলোতেও ঈদ উদযাপিত হচ্ছে আজ।

সৌদি আরবে সবাই পালন করছেন পবিত্র ঈদুল আজহা। রাজধানী রিয়াদে স্থানীয় সময় সকাল ০৫:১০ মিনিটে ধীরা জাতীয় মসজিদ, কিং আব্দুল আজিজ মসজিদ, কিং খালেদ মসজিদে একই সঙ্গে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকাল ৫:৫৩ মিনিটে মক্কার বায়তুল্লায় প্রাঙ্গণে হয় ঈদের নামাজ। সেখানে খুতবা পেশ করেন মসজিদে হারামের সম্মানিত ইমাম প্রফেসর ডক্টর শাইখ আব্দুর রহমান আস সুদাইস। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ করতে আসা ধর্মপ্রাণ মুসল্লিরাও মক্কায় ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

সৌদি আরবের পাশাপাশি ঈদ উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে পবিত্র ঈদুল-আজহার নামাজ হয় সকাল ৫টা ৪৫ মিনিটে। দুবাই ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে লাখো মুসল্লি জড়ো হোন। ফজরের নামাজের পর থেকেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাললাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা দুবাই নগরী।

সূর্য ওঠার আগেই দুবাই ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দুবাই ছাড়াও দেশটির আবুধাবি, শারজা, আজমান, রাস আল খাইমাহ, ফুজাইরাহ ও উম্ম আল কোয়েন প্রদেশে আলাদা আলাদা সময়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে কোরবানির পশু জবাইয়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রবাসীরা।

সৌদি আরবের সাথে মিল রেখে কাতারে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল-আজহা। স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটে কাতারের ৬৫০টি ঈদগাহ ও মসজিদে একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অভিবাসী ও স্থানীয় নাগরিকদের পাশাপাশি ঈদের জামাতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

সংযুক্ত আরব আমিরাতে স্থানীয় সময় ভোর পৌনে ৬টা থেকে শুরু হয়েছে ঈদের নামাজ। শুধু দুবাইয়েই ঈদের নামাজ আদায় করা হবে ৮৫১টি মসজিদে। মধ্যপ্রাচ্যে ছাড়াও ঈদ উদযাপিত হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের দেশে দেশে।

কাতার, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে আজ। শুধু ওমান ঈদ পালন করবে সোমবার। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যসহ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়াজুড়ে ঈদ উদযাপন করছেন বিপুলসংখ্যক মুসলিম।