নিউ অরলিন্সের শহরের দুর্যোগ প্রস্তুতি সংস্থা নোলা রেডি আজ (বুধবার ১ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, ক্যানাল অ্যান্ড বোরবন স্ট্রিটে জনসমাগমের মধ্যে একটি গাড়ি উঠিয়ে দেয়ায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
এলাকাটি শহরের ফরাসি কোয়ার্টারের অংশ, যা নাগরিকদের কাছে নাইট লাইফের জনপ্রিয় গন্তব্য। সেখানে খ্রিষ্টীয় নতুন বছর উদযাপনে বহু মানুষ সমবেত হয়েছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিবিএস নিউজ ও সিএনএন জানিয়েছে, গাড়ির চালক ভিড়ের ওপর গুলি চালিয়েছেন।
সিবিএস আরো জানায়, গাড়ির চালক একটি অস্ত্র থেকে গুলি চালিয়েছে এবং পুলিশ পাল্টা গুলি চালিয়েছে। এদিকে নিউ অরলিন্সের ঘটনায় আহত ৩০ জনকে শহরের ৫টি হাসপাতালে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি এ ঘটনাকে ‘ভয়াবহ সহিংসতা’ বলে অভিহিত করেছেন। আর সাধারণ নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।
শহরটির পুলিশ প্রধান জানিয়েছেন, ধারণা করা হচ্ছে আহতদের অধিকাংশই স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী নন।