কোচ কন্সিকাওয়ের মূল লক্ষ্য আগামী মৌসুমে ইউরোপ সেরার মঞ্চে খেলা। যেকোনো মূল্যে শীর্ষ চারে থেকে সিরি আ শেষ করতে চান তিনি। লিগে সবশেষ সাত ম্যাচে তাদের জয় কেবল দু'টি।
মিলানের ডাগআউটে কন্সিকাওয়ের অধ্যায় শুরু ইতালিয়ান সুপারকাপের সেমিফাইনাল দিয়ে। আগামী শুক্রবার (৩ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে য়ুভেন্টাসের মুখোমুখি হবে ক্লাবটি।
কিন্তু সেই লড়াইয়ে অনেক পিছিয়ে আছে তারা। সিরি আর পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে তারা। লিগে ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট মিলানের। ১৮ ম্যাচ খেলে চারে থাকা লাৎসিও থেকে আট পয়েন্ট পিছিয়ে তারা। ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আটালান্টা।