যশোরে নির্বাচনি প্রচারণায় মহিলা জামায়াতের ওপর যুবদলের হামলার অভিযোগ

মহিলা জামায়াতের ওপর হামলার বিষয়ে সংবাদ সম্মেলন
মহিলা জামায়াতের ওপর হামলার বিষয়ে সংবাদ সম্মেলন | ছবি: সংগৃহীত
0

যশোরের ঝিকরগাছায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় মহিলা জামায়াতের নেতাকর্মীদের ওপর যুবদলের হামলার অভিযোগ উঠেছে। আজ (রোববার, ২৫ জানুয়ারি) দুপুরে ঝিকরগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কীর্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ঝিকরগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কীর্তিপুর গ্রামে আজ দুপুরে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন জামায়াতের নারী নেত্রীরা।

আরও পড়ুন:

উপজেলা যুবদলের সভাপতি আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় জামায়াতের নারী কর্মী জোসনা ও কামরুন্নাহার, তুলি, বিলকিসসহ ১০ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ‘হামলাকারীরা নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে আমার কর্মীদের ওপর হামলা করে নির্বাচনি পরিবেশ বিনষ্ট করার পায়তারা করছে। তারা প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় আমার নির্বাচনি কর্মীদের এবং সাধারণ ভোটারদের ভয়, ভীতি, হুমকি ধামকি প্রদান করছে।

আজ তারা প্রকাশ্যে আক্রমণ করে বসলো। অতি দ্রুত তদন্ত পূর্বক হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএইচ