নির্বাচনে নোয়াখালী-৬ আসনে প্রশাসনের নিরপেক্ষতায় শঙ্কা হান্নান মাসউদের

নোয়াখালী-৬ আসনে এনসিপির প্রার্থী আবদুল হান্নান মাসউদ
নোয়াখালী-৬ আসনে এনসিপির প্রার্থী আবদুল হান্নান মাসউদ | ছবি: এখন টিভি
3

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরির পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

আজ (শনিবার, ৩ জানুয়ারি) নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই সভায় তিনি এমন শঙ্কার কথা জানান।

হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী। এ আসনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে প্রার্থী হয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মো. মাহবুবের রহমান শামীম।

আরও পড়ুন:

আবদুল হান্নান মাসউদ বলেন, ‘নোয়াখালী-৬ (হাতিয়া) আসন বিচ্ছিন্ন দ্বীপ ও অত্যন্ত দুর্গম এলাকা। এখানে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়েও আমরা শঙ্কিত। নির্বাচনের আগে চিরুনি অভিযান করে অস্ত্র উদ্ধার না করলে নির্বাচনে এর প্রভাব পড়বে।’

তিনি বলেন, ‘পলাতক স্বৈরাচারদের দোসর হিসেবে বিগত তিনটি সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে জাতীয় পার্টি। আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এসব দোসরদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি করে আসছি। আশা করি নির্বাচন কমিশন এ ব্যাপারে ব্যবস্থা নেবে।’

উল্লেখ্য, নোয়াখালীর ৬টি আসনে মোট ৬২জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে ৪৭জন দলীয় ও ১৫জন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এসএইচ