তিনি বলেন, ‘যারা ১৮ কোটি মানুষকে দেশে ফেলে রেখে বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক হতে পারে না। জামায়াতে ইসলামী নেতারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছেন। তারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছে না। ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন, দু’কূলই হারাবেন। আমাদের প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদ ৩০ বছরের ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে দেশে এসেছে মানুষকে সেবা করতে। আপনারা তাকে বিজয়ী করুন।’
আরও পড়ুন:
চৌগাছা উপজেলার জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন ও জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়া আরও বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের আমীর গোলাম রসুল, যশোর-২ আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ডা.মোসলেহ উদ্দিন ফরিদসহ অন্যান্যরা।





