আমাদের দেশের মানুষ ভালো, কিন্তু রাজনীতিবিদরা অনেক খারাপ: জামায়াত আমির

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান | ছবি: এখন টিভি
0

এদেশের মানুষ ভালো হলেও ভালো রাজনীতিবিদ না থাকায় দেশের ভিত্তি শক্ত ভিত্তি গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (রোববার, ৩০ নভেম্বর) দুপুরে মহাখালীতে আয়োজিত এক সেমিনারে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আমাদের দেশের মানুষ ভালো, কিন্তু আমাদের রাজনীতিবিদরা অনেক খারাপ, তাদের কারণে দেশ ভালো পাটাতন গড়তে পারেনি। কিন্তু আমরা মূল ধরে টান দিবো।’

আরও পড়ুন:

এসময় তিনি বলেন, ‘আমরা সরকারে গেলে কোনো দাবি নিয়ে দপ্তরে দপ্তরে ধর্না দিতে হবে না, আন্দোলন করতে হবে না। সরকার তার দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে।’

সেমিনারে সারা দেশ থেকে ২৪০ জন হেলথ কেয়ার প্রোভাইডার অংশ নিয়েছিলেন যাদের প্রত্যেকে দুই শতাধিক স্বাভাবিক প্রসব করিয়েছেন।

এদের মধ্যে ২০ জনকে সম্মাননা দেয়া হয় যারা বেশ কয়েক বছরে ৫শ’ থেকে ২৫শ’ পর্যন্ত স্বাভাবিক প্রসব করিয়েছেন।

ইএ