বাংলাদেশের মানুষ গণভোট আগে চায়: জামায়াত নেতা মোবারক

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মোবারক হোসাইন
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মোবারক হোসাইন | ছবি: এখন টিভি
1

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন বলেছেন, বাংলাদেশের মানুষ গণভোটটাই আগে চায়। কিন্তু সরকার নির্বাচন ও গণভোট একইসঙ্গে করার চিন্তা করছে। এ নিয়ে আমাদের কর্মসূচি চলছে আমাদের বিশ্বাস সরকার এটা ভেবে দেখবে এবং নভেম্বরেই গণভোট দিয়ে ইলেকশন পরিচালনা করবে।

আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) বিকেলে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা কালে তিনি এসব কথা বলেন।

গণভোট আগে না দিলে জামায়াত নির্বাচনে যাবে কি না এমন প্রশ্নের জবাবে মোবারক হোসাইন বলেন, ‘আমরা নির্বাচন ও আন্দোলন একইসঙ্গে করতে চাই। এরইমধ্যে ৩০০ আসনেই আমাদের প্রার্থী চূড়ান্ত করেছি। ইলেকশনের প্রচারণা ও গণভোটের দাবি একইসঙ্গে চলবে।’

তিনি বলেন, ‘জুলাই সনদের প্রধান উপদেষ্টা যেসব পয়েন্টগুলো উত্থাপন করেছেন তার অধিকাংশ জামায়াতের। এখানে অনেকগুলো পয়েন্টে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিলো। জুলাই সনদে আমাদের বিষয়গুলো প্রতিফলিত হয়েছে।’

আরও পড়ুন:

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিষয়ে মোবারক বলেন, ‘পতিত সরকারের দল শুধু হম্বিতম্বি করেছে, ঢাকায় কোনো অবস্থান তৈরি করতে পারেনি। গত ১৫ বছর তারা যে অপকর্ম করেছে তাতে আগামীর রাজনীতিতে আওয়ামী লীগ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। তাদের প্রতিরোধ করার জন্য রাজপথে জামায়াত ইসলাম ও ইসলামী ছাত্রশিবির থাকবে।’

মতবিনিময় সভায় জেলা জামায়েত ইসলামের আমির ও মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান, জেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, গাংনী উপজেলা আমির ও মেহেরপুর-২ (গাংনী) আসলে জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা নাজমুল হুদা, মুজিবনগর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবুল বাশারসহ জেলা জামায়াতে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস