নির্বাচনে বান্দরবান আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিন নেতার বৈঠক

বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিন নেতার বৈঠক
বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিন নেতার বৈঠক | ছবি: এখন টিভি
2

বান্দরবান ৩০০ নম্বর আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিন নেতা বৈঠক করেছেন। এ বৈঠকে দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমও উপস্থিত ছিলেন।

আজ (শনিবার, ১১ অক্টোবর) চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠককে বান্দরবানে বিএনপিতে ঐক্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।

বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহমতের ভিত্তিতে কাজ করার ওপর জোর দেয়া হয়।

আলোচনায় জানানো হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষের মনোনয়ন দেবেন, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৈঠকে কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে বিভক্তি সৃষ্টির চেষ্টা করার সুযোগ নেই বলেও অভিমত ব্যক্ত করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির উপজাতী বিষয়ক সম্পাদক মিসেস মাম্যা চিং, জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি ও জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।

আরও পড়ুন:

কেন্দ্রীয় বিএনপির উপজাতী বিষয়ক সম্পাদক মিসেস মাম্যা চিং বলেন, ‘বৈঠকে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে আলোচনা হয়। এছাড়াও বিএনপির হাইকমান্ডের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। দলের সিদ্ধান্তই আমাদের সবার সিদ্ধান্ত।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, ‘মনোনয়ন কার হাতে যাবে, সেটা দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। তবে আমরা সবাই মিলে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।’

তিনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে কোনো বিভক্তি নয়, বরং ঐক্যই হবে আমাদের প্রধান শক্তি।’

বৈঠকটি ঘিরে বিএনপির একাধিক নেতা বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীক দেবেন, আমরা সবাই তার পক্ষে কাজ করব।’

বান্দরবানে বিএনপিতে আসন্ন নির্বাচনকে ঘিরে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এসএইচ